ও তুমি সাধু হলে কি করে-
তুমি এলে কি করে !!
এক কুঠুরি, এক দরজা তার-
ধ্যানে সাধু ছিলে যার
সে তোমায় রাখলো যে ঘরে,
ও তুমি সাধু হলে কি করে-
তুমি এলে কি করে !
যেদিন ধ্যান ভাঙ্গবে তোমার,
রাস্তা খুঁজে পাবে শুমার,
সে তোমায় রাখলো যে ঘরে,
ও তুমি সাধু হলে কি করে-
তুমি এলে কি করে !
তোমার ধ্যানের রাজ্য ছেড়ে
বাস্তবতায় যাও-গো ফিরে,
যেথায় সবাই কর্ম করে,
ও তুমি সাধু হলে কি করে-
ও তুমি এলে কি করে !