বৃহৎ হতে বৃহত্তর
            ক্ষুদ্র থেকে ক্ষুদ্র
যে যার অবস্থানে
            সকলি তার মত!
তোমার অবস্থানে
            তুমি দেখ যাহা-
অন্য প্রাণীর দেহতুল্য  
             দেখে তত ।

হস্তি দেখেনা  
             পিপীলিকা সম প্রাণী
পিপীলিকা দেখেনা
            ক্ষুদ্র-তুল্য আরো!
অণুজীব তেমন
            আরও বুঝেনা-
পরমাণু-জীব
            ক্ষুদ্রতর আছে তারো ।

পরমাণু-জীব
            খুঁজে অণুতে বিশ্ব
অণুজীব বুঝে
            বস্তু তার ধরণী !
পিপীলিকা জানে
            ক্ষুদ্র দ্বীপ সম-
হস্তি দেখে বনরাজী
            তার ঘরণী ।