সময়ের উদ্ভট বাহনে চড়ে-
পাড়ি দিচ্ছি, জীবন নামের নদী!
গগনবিদারী চিৎকার দিয়ে শুরু
কতদূর যাবে নিরবধি?
কেও জানেনা, নদীর প্রস্থতা-
কত মিটার, কত গজ হবে!
বাহনের গতি শম্বুক নাকি-
অশ্ব-পৃষ্ঠে চেপে অতলে হারাবে।
হাসি-কান্নার পয়:মিশ্রিত-
গাঙে ভাসে, জীবন নামের ভেলা!
কত ধন-রত্ন সাথে ল'বে তুমি
কত চলবে হাসি-কান্না খেলা?