চর্মচক্ষু না-বুঝে দুর, আন্তঃ পরমাণুর
যেভাবে রহে গ্রহ হতে গ্রহ !
আপাতদৃষ্টে ঘন মনে হলেও
ফারাক যোজন দুর বহ ।
ঊর্ধ্বাকাশে যত দেখি গ্রহ-উপগ্রহ
যত দেখি মেঘমালা-রূপ নক্ষত্র !
ক্ষুদ্র ব্যাসের মানব নয়নে-
ছড়িয়ে আছে বিশ্বের সর্বত্র ।
নেত্র-বিন্দুর ব্যাপ্তি যত বাড়ে
দৃষ্টিসীমার পরিধি ক্ষীণ হতে থাকে!
বৃহৎ বস্তুগুলি ধূলিকণা সম-
ঘন মেঘের কুণ্ডলীর ফাঁকে ।
নিজ নয়নে যেমন চর্ম-কোঠর
দৃশ্যত নিশ্ছিদ্র, মলিন, সমতল !
মশক দেখিবে তা নহর বহিছে-
বন্ধুর গিরিখাতে করিছে ছলছল ।
মশক নয়নে দেখি যত তাঁরা-
বিশ্বের খণ্ডিত অংশের বিস্তৃত ভূমি!
চন্দ্র-তুল্য নয়নে দেখিবে তারে
জমাট বালু-মহালে একখণ্ড জমি ।
(চলবে--)