মোদের কল্পনার পরিধি যত অসীম
একবিন্দু জল তুল্য মহাসাগরের-
মহাবিশ্বের এক কণা সম !
কল্পনার দৃষ্টিতে বিশ্ব যতদূর দেখি
একবিন্দু জল তুল্য মহাসাগরের-
মহাবিশ্বের এক কণা সম !
এত ব্যাপ্তির মাঝে এই মহাবিশ্ব,
আদলে এক গোলাকার মহা-পিণ্ড-
ঝর্ণার ধারের পাথর খণ্ড সম !
পাথর খণ্ডে যত বালুকণা, যত অণু-
বিশ্লেষণ করে পাই কত শত পরমাণু
দৃষ্টিসীমার কনিষ্ঠতম !
পরমাণু ভেঙ্গে করি খানখান
তাহার মাঝেও পরম-পরমাণু-
আদলে রয়েছে পাথর মম !
যত ভাঙ্গি তত রাঙ্গি পরম্পরায়
শেষ কণা যেন তবু নাহি শেষ-
যাদুর কণার শেষ দম !
(চলবে--)