সাধ্য নেই, সাধ্য নেই আমার
তোমার নীতির বাইরে যাবার!
তুমি বড় কারিগর
খুঁটি ছাড়া বানাইলা ঘর
সে ঘরে বসত করে
রঙ্গিন সওদাগর
বেচাকেনার হাটে তারা-
বাহাদুরি করে খায় অন্যের খাবার!
সাধ্য নেই, সাধ্য নেই আমার
তোমার নীতির বাইরে যাবার!!
বানাইয়াছ এক মহা-পিণ্ড
দেখতে উহা গোলাকার
তারই মাঝে লক্ষ-যোজন
পিণ্ড-কণার সমাহার!
কণার মাঝেও সূক্ষ্ম-কণা
তাহার মাঝে বিশ্ব-দরবার!
সাধ্য নেই, সাধ্য নেই আমার
তোমার নীতির বাইরে যাবার!!
(চলবে--)