ধরিত্রী বংশমালার উত্তরসূরি হয়ে
            আপনমনে সৃজন করে বাগিচা,
বহুপদী জীব-বৈচিত্র্য লালনের তরে
            একের অধীন অন্যের বাঁচার ইচ্ছা।

পূর্বসূরি নক্ষত্র-রাজি নহে গোমড়া
            তাদের মাঝে আছে বামপন্থী ধরা,
তাতেও সৃজন জীবকুল সমেত
            রঙ্গিন বাগান সুদৃশ্য ভুবন গড়া।

মহাকাশে প্রতি সুরুজ-প্রতি পরিবার সম,
            প্রতিবেশী পরিবারের একই গোত্র।
প্রতি গোত্রে গোত্রপতি নিয়ন্ত্রক রূপে
            সকল গোত্রে শাসন নীতির একই সূত্র।

সমাজ বহু গোত্রের সমাহার,
            সমাজপতি তার করে হুংকার।
সাধ্য আছে কার এই প্রকৃতির
            অমোঘ নিয়ম এক রতি ভাঙ্গার।

(চলবে---)