সৌর পরিবারে আছে যত গ্রহ
ধুমকেতু, উল্কা আর চন্দ্রমালা সহ
মধ্যমণি হয়ে রবি থাকে জড়িয়ে।
গ্রহ যদি অবিচল ঘুরে তবু চাঁদ,
রবির স্থিতিতে নহে গ্রহ সবে বাদ
মহাকর্ষের আপন বলয় ঘুরিয়ে।
চাঁদ ঘুরে ধরা, ধরা ঘুরে রবি,
রবি তেমনি ঘুরে নিয়ে সবি
দুর-নক্ষত্রের পাশে দাঁড়িয়ে।
দুর-নক্ষত্র নহে বেশীদুর-
শিশু পায়ে কয়েক কদম জোর
অতি ক্ষুদ্র ঘরের দুয়ার ছাড়িয়ে।
দুর-নক্ষত্রে সূর্য নয় এক সন্তান,
সহোদরা সাথে নিয়ে রেখে মান-
সকলের তরে সকলে হাত বাড়িয়ে।
(চলবে--)