আমার প্রাণের প্রাণ তুমি, আমার রক্ষাগুরু
সাধন-ভজন যা করি তোমার নামে শুরু,
দিবা-নিশি ডাকি আপদে-বিপদে যারে।
হে পালন-কর্তা রক্ষাগুরু দয়া কর আমারে।।
সর্ব জীবের জীবন দাতা তুমি, সর্ব প্রাণের প্রাণ-
মানুষ নামের এই অধমে কর রহম দান।
মনের দ্বন্ধ মুছি বিশ্বাস করি তোমারে।
হে পালন কর্তা রক্ষাগুরু দয়া কর আমারে।।
সবার মাঝে বিরাজ কর,
কারো নাহি রূপ ধর।
তোমার ‘স্থিতি মনের আসনে,
জপি নাম মনে-মনে।
চন্দ্র-সূর্য গ্রহ-তারা সর্বস্থানে পাই তোমারে
হে পালন-কর্তা রক্ষাগুরু দয়া কর আমারে ।।
তুমি মোর রহম কর্তা, রাব্বুল আলামিন,
দয়াকরে পথ দেখাও থাকতে আমার দিন।
পথভুলে এখন আমি কোন পানে যে আছি
তোমার দেওয়া দিকনিদর্শন দেখাও রাশি-রাশি
নিদান কালের কান্ডারি তুমি, পথ দেখাও আমারে
হে পালন কর্তা রক্ষাগুরু দয়া কর আমারে ।।