সৎ-লোকের সততায়,
ভালো যে হয় না!
সাত-পাঁচ নাহি করে,
সুবিদা যে দেয় না!
নিরস হয় সে,
কথা বলে খাঁটি!
রসতো ঝরে না,
মারে না চাঁটি!
দুনিয়ার সততায়
ভাল চায় সবাই!
নিজের সুবিদায়,
অন্যে-রে জবাই!
ভালো-ভালো ভালো হয়,
সেই জন ভালো!
রস দিয়ে কথা বলে,
কালো রে আলো!