ওগো নতুন, নবাগত-
তোমার তরে অধীর আগ্রহে বসে আছি, তোমাকে স্বাগত,
তোমার জন্যে অপেক্ষায় ফুল-কলির ছোট্ট শিশুটির পা-
নতুন বছরের নতুন যাত্রা, বিদ্যা-আঙ্গিনায় শিশুর মা!
ওগো নতুন, খৃষ্টাব্দ-
তোমাকে বরণ করে নিতে, চারিদিকে কত বাজনা-শব্দ
বাজাবে ঢোল, উম্মাদ নৃত্য, অভিজাত এলাকার হোটেলে
গাইবে গান, উড়াবে ফানুষ, বরণ করবে হেসে খেলে!
ওগো নতুন, নববর্ষ-
তোমার জন্যে কুষ্টি গুনে জ্যোতিষী, জানতে হর্ষ-বিমর্ষ,
পাওয়া-নাপাওয়া, ভাল-মন্দ কি আছে কার কপালে
বিয়ে-বাদ্যি ভাঙ্গা-গড়ার হিসাব মিলাতে ষোল সালে!
ওগো নতুন, নব্য-
তোমার পরশে যত অনিয়ম অনাচার দুর হোক অসভ্য,
হিংসা-বিদ্ধেষ ভুলে, হানাহানি দুরে ঠেলে হউক সুন্দরতম
তুমি এসো, শিশু বৃদ্ধ নর-নারী সকলের তরে, স্বাগতম!