বিদায় তোমাকে বলবো না,
বলবো আবার এসো!
চোখের জল মুছে তুমি
একটু খানি হাসো!
কয়েক দিনের না দেখা
বা একটু খানি দুরে,
ভাল বাসার বাঁধন টেনে
আবার এসো ঘুরে!
হারাতে চাই না তোমায়,
বলবো না বিদায়!
বিদায় শব্দে মন উচাটন
যে অশণি দ্বিধায়!