মা, ও মা-
আমি তোমার শান্ত বাধ্য ছেলে
যাকে তুমি রোজ যেতে ফেলে-
            মহাজনের বাড়িতে ঝি এর কাজে
            হন্ত-দন্ত হয়ে ফিরে এতে সাঁঝে!
ভাবতে-
তোমার খোকা বুঝি গেল ডুবে
পঁচা পাগারের ঠিক একটু পূবে-
            যেথায় খোকাকে রেখে ছিলে বেধে
            তোমার পিছু যাবে, বলেছিল কেঁদে!
বলতে-
সোনা খোকা আমার, একটু বস্
আদর দিয়ে হাঁসি মুখে ছিল রস
            সেই হাঁসি ছিল আমার অনুপ্রেরণা
            কখনো ভাবিনি যে এটি প্ররোচনা।
দিনান্তে-
মহাজনের বাড়ীর উচ্ছিষ্ট খাবার
ঘরে ফিরে করিতে সামনে বা’র,
            কি আনন্দে নাচিতো অবুঝ মন
            বেহেস্তি মেওয়ার তুল্য সেই ক্ষণ!
আঁচলে-
আলতো করে মুখটি দিতে মুছে
ছেড়া কাঁথা জড়িয়ে নিয়ে কাছে-
            বলতে সুরে আমার বাবা-সোনা
            তুমি যে আমারই শেষ স্বপ্ন-বুনা।