হে অতীত, হে বিদায়ী, হে বাসী,
কত বিশেষ্য বিশেষণে তোমায় ডাকি!
তোমার বয়স কত হবে?
জন্ম, আজ হতে তিন শ’ পঁয়ষট্টি দিন আগে।
তোমার আগমনের প্রাক্কালে,
কত স্বপ্ন এঁকেছিলাম,
তোমার মাঝে হারিয়ে আমার সকল পাওয়া
খুঁজে খুঁজে বের করব, হাঁসবো, গাইবো!
তোমায় নিয়ে নৃত্য করেছি,
থার্টিফাষ্টে, অভিজাত হোটেলে,
উম্মাদনা ছাড়িয়ে, বিভোর হয়ে-
তুমি এখন শৈশব, কৈশোর, যৌবন,
পৌঢ়ত্ব পেরিয়ে মৃত্যুর দুয়ারে দাড়িয়ে আছ।
এবার তোমার যাওয়ার পালা-
যাও, চলেইতো যাবে, এটাই নিয়ম
পিছন থেকে তোমায় আর ডাকবো না,
বলবো না দাড়াও। তিন শ’ পঁয়ষট্টি দিন,
সুদীর্ঘ সময়, বিস্তৃত কর্মকান্ড, অনেক দিয়েছ।
তোমার কর্মজীবন তোমাকে বাঁচিয়ে রাখবে
আগামীর তরে!
কেঁদো না, আমিও কাঁদতে চাই না।
বল আসি, সময়ই তোমার স্বাক্ষী।