ভালবাসার মিথ্যা প্রলোভনে তুমি সপে ছিলে যৌবন
প্ররোচনা দিয়ে সম্ভ্রম লুঠেছি, রাখিনি আমার পণ।
নাপাওয়ার ক্ষোভে তুমি করেছিলে আত্ম-বলীদান
ঠকায়ে বাঁচিবো বলে গেয়েছি নতুন জীবনের গান।
কিন্তু তোমার বিদেহী আত্মা মধ্যরাতে পাইতে আসে
বঞ্চিত অতৃপ্ত বাসনা পূরণে আমার বিছানার পাশে।
আমি ভয়ে কম্পিত হই, জড়সড় হয়ে লুকাতে চাই
সপ্নে দৌড়াতে থাকি, আর বলি আমি মুক্তি চাই!
রক্তের বাধনে বাধিয়া তোমায় বলেছি আপন জন
বাবা-মা হারিয়ে এতিম হয়েছ তবু গলেনি মন।
জীবন যাত্রায় উদর পুরিতে ফুরিয়েছ বাবার ধন
অবশিষ্ট বলে নেই কিছু তাড়িয়ে দিয়েছি এই ক্ষণ।
এতিম হয়ে শুন্য হাতে দ্বারে দ্বারে ভিক্ষা মাগে-
ঠকিয়েছি বলে ভুমিহীন তুমি বার বার মনে জাগে।
যখন বিছানায় ঘুমের ছলে চোখ দুটি মুজে আসে-
ভূমিকম্পে দুলছে দুনিয়া, ভয়ংকর দৃশ্য চোখে ভাসে।
আমি ভয়ে কম্পিত হই, জড়সড় হয়ে লুকাতে চাই
সপ্নে দৌড়াতে থাকি, আর বলি আমি মুক্তি চাই!
জননেতা আমি জনগনের ভালবাসায় হয়েছি সিক্ত-
অভাব-অনটন রাখবো না কোথাও রবে না অভূক্ত।
মিথ্যা আশ্বাসে নির্বাচিত হয়ে দেশের টাকায় গড়ি-
মতিঝিলে বহুতল ভবন, সুইস ব্যাংকে জমাই কড়ি।
লক্ষ লক্ষ অনাহারী জনতা বঞ্চিত মানুষের চিৎকারে
মধ্যরাতের দম বন্ধ হয়ে আসে জনতার পদ ভারে।
আমি ভয়ে কম্পিত হই, জড়সড় হয়ে লুকাতে চাই
সপ্নে দৌড়াতে থাকি, আর বলি আমি মুক্তি চাই!