হে আল্লাহর প্রিয় রাসুল- মরুর ফুলে সাহারা-
তোমার রূপে মুগ্ধ হলো, আকাশ বাতাস চন্দ্র তারা!
তোমার জন্মের খুশিতে
ফুল ফুটিল রূক্ষ মরুতে
পাখির কূহ কুজনে মুখরিত হল সাহারা
ওগো আমার প্রিয় নবী এতিম বাবা হারা!
মা আমিনার স্নেহের কোলে,
শিশু মোহাম্মদ দোলে দোলে
বেহেস্তি দ্যোতি ছড়িয়ে দুনিয়া হলো উজালা-
তোমারই প্রেমে খোদা, সাজিয়ে ফুলের ঢালা!
দুধ-মা হালিমার শূন্য ঘরে
ও মোহাম্মদ দিলে পূর্ণ করে
তোমায় বুকে জড়িয়ে ধরে গর্বিত হলো তাহারা
মরুর বুকে খেলা করে ফেরেস্তারা দেয় পাহারা!
তুমি যখন এলে ধরায়-
চাঁদ-সুরুজ আলো ছড়ায়
না এলে দুনিয়ায় মানুষ থাকিত চির অন্ধকারে
শান্তির বাণী দিয়ে মোদের পথদেখাও বারে বারে!
পথদেখাও তাদের যারা পথভ্রষ্ট দিকহারা-
তোমার রূপে মুগ্ধ হলো, আকাশ বাতাস চন্দ্র তারা!