কি মজার রেল গাড়ি,
ট্রেনে চড়ে যাই বাড়ি।
ঝিকি-ঝিকি মোমিসিং-
বাড়ি যেতে কত দিন?
ঝুমুর-ঝুমুর মিষ্টি সুরে-
চল সবাই জামালপুরে।
জানলা দিয়ে চেয়ে থাকি,
বাড়ির পথ অনেক বাকি।
রেলের পাশে সরষে ক্ষেতে,
মনটি আমার চায় যেতে;
গাঁয়ের বধু শাঁক কুড়ায়,
দেখে দেখে মন জুড়ায়।
মাঝে মাঝে ট্রেন থামে
যাত্রি কত উঠে নামে।
ভূলবো না ট্রেনের ছন্দ-
সকল সুখের সেতুবন্ধ।