কেউ যদি ভাল না বেসে
অভিনয় করে দেয় ফেঁসে
অবশেষে পরাণ কেড়ে নিল
সেই তাদের তরে বন্ধু গড়তে, আমার বয়েই গেল!
নিজের বোঝ পাগলে বুঝে
নিজ স্বার্থ একাই খুঁজে
আমার দেওয়ায় খুশী পেল
অন্যকে দেওয়া অন্তরে বাধে, তার তরে বয়েই গেল!
তুই দিলেতো আমি দিব
একলা একলা কত দিব
আমি দিলেই সেও দিল
শুধু নিজের চাওয়াই যে চাবে, তার তরে বয়েই গেল!
মিষ্টি হেসে কাছে এসে
মধুর স্বরে বাক্য কষে
শুধু নিজের স্বার্থ হাসিল হল
এমন বন্ধু ঠেলে শত্রু হলে, আমার বয়েই গেল!!