কাল আমার পরীক্ষা
   খাওয়া-নাওয়া ছেড়ে
পড়ছি শুধু পড়ছি বসে
   পাশ ঠেকায় কে-রে?

জিপিএ ফাইভ পেতে হবে
   বাবার কঠিন দাবী
মা বলেন, গোল্ডেন নিয়ে-
   ইন্টারেতে যাবি।

চেয়ারেতে হেলান দিয়ে
   চুলকাই শুধু মাথা,
কীভাবে রাখবো আমি
   বাবা-মা’র কথা?

বছর জুড়ে স্যারদের কাছে
   প্রাইভেট পড়ছি মেলা
ভাল করে না বুঝে
   করছি অনেক হেলা।

বেরসিক স্যারদের নিয়ে
  পড়ছি মহা-জটে
দেখা দেখি করে লিখলে
  কি ক্ষতি বটে?

বুঝছি আমি ভাল করে
  আমরা কেন বন্দি
পরিক্ষার ফাঁদে ফেলে-
  প্রাইভেট পড়ানোর ফঁন্দি!