অনেক দিনের প্রতিক্ষায় পেলাম নতুন পে-স্কেল
ব্যবধানের ফিরিস্তি দেখে করবে অনেক হার্ডফেল!
ছোট চাকর ছোট মানুষ ছোট ছোট পেট তার
বেশী বেতন, টাকা দিয়ে বাড়তি পেট ভরবে কার?

ছোট তুমি ছোট থাক বেশী টাকার দরকার নাই
বড় চাকর বড় পেট করে শুধু খাই খাই!
পে-স্কেলের প্যাঁচ খেলে শুভংকরের ফাঁকি
কর্তাবাবু গ্রেডের জোরে কপাল খানাই লাকি!

কেউ চাপটায় কপালখানা ইস্ আর একটু খানি
কয়টা দিন পরেই পেতাম টাইম স্কেলের মানি!
কেউ আবার বগল বাজায় আমার সাথে পায় কে?
গেজেট হওয়ার আগেই ধরলাম ৭ম গ্রেডের ভাইকে।

কি ব্যবধান গ্রেডের জোর কি ব্যবধান শ্রেণীর?
নীচেরা নীচেই যায় উক্তি ‘মণি-ঋষি জ্ঞানীর’।
কর্তা যারা কর্ম করে তারাই নীতি-নির্ধারক
পাগলেও নীজের বুঝে, বেশী বেতন তাদের হক।

বেশী টাকায় দাম হাঁকায় প্রভাব পড়ে বাজারে
কাড়ি কাড়ি বেতন বেড়েই নিত্যপন্য হাজারে।
ব্যাগ ভর্তি টাকা নিয়ে সদাই আনি পকেটে
বড় বাবু গাড়ি হাঁকায় ছোটরা যায় হেটে হেটে।

বৈষম্য আর কমে না বাড়ে দিন দিন বাড়বেই
মজদুরের ক্ষোভে ক্ষোভে বঞ্চিতরা লড়বেই।

রচনাকাল-১৭/১২/১৫ইং
দুপুর-১২-৩০টা