নেংটি ইঁদুর!
তিড়িংবিড়িং লাফাও!
কুট্টুস-কাটুস কাটো,
ছোট-বড় সামনে যা পাও।
শুধু কাটো আর খাও,
কি ক্ষতি করো তা বুঝতে না পাও।
গৃহস্থের গোলা কাটো-
মজনুর মন কাটো-
সুন্দর সাজানো সংসারটাকে
তুলো-ধুনো করে বালিশ বানাও।
এটাই তোমার কর্ম, তোমার স্বভাব;
তুমি কত অপছন্দের নিপীড়িতে জানে
সে তোমাকে গালি দেয়,
চৌদ্দ গোষ্ঠীর নামে-
তবু কষ্ট দিয়ে নিজের স্বপ্নমহল বানাও।