দুরু-দুরু মন, কাঁপে হৃদয়,
না-জানি কোন ভুলে;
জ্ঞানী-গুণী কবিগনে করে মনে
অজানা শঙ্কায় মন দোলে।
ভাষা জ্ঞান হীন, ছন্দ বিহীন
নিরস বাক্য বুনে;
কি দুঃসাহস নিয়ে রচিব কবিতা
গুনি কবিদের সনে!
তবুও অনুকম্পা-হত আমি নতুন
আজি কবিতার আসরে,
ভুল গুলি না তুলে সাহস যুগিয়ে
আমায় দিও ক্ষমা করে।
এই তো কবি, মহৎ তোমরা
ভাষার যাদু দিয়ে,
অসুন্দর কে অলংকৃত করেছ
আমায় বুকে নিয়ে।
এমন একটি মহতী আসরে
দিয়েছি মন প্রাণ,
ধন্যি আমি তোমাদের স্মরণে
গেয়ে যাই সৃষ্টির গান।