এটাকে আমি কবিতা মনে করি না,
এটা হতে পারে শোষিতের আর্ত-চিৎকার,
বঞ্চিত, সম্বল হারানো, ছিন্নমূলের কথা।
তাদের ন্যায়ত: অধিকার গুলি
বিক্ষোভের স্বরে, ছন্দে-ছন্দে প্রকাশিত
হয় বলেই আমরা কবিতা বলি।
এটাকে কবিতা বলা যায় না,
সন্তান হারা মায়ের আকুতি, হতেপারে
বিচ্ছেদ, বোনের ভালবাসার ব্যথা।
হৃদয় ভেঙ্গে খানখান হয়ে যাওয়া
শুষ্ক মরুর পত্র-বিহীন ফণীমনসা,
অশ্রুহীন ব্যথার রাগ, সুরের কলি।
এটা কবিতা হতে পারে না,
হতেপারে সবলের বিরুদ্ধে দুর্বলের অভিশাপ,
আপ্রাণ চেষ্টা- জীবন-যুদ্ধে জয়ী হওয়ার।
ক্ষুদ্র ক্ষুদ্র সত্তার উপস্থিতি, জোট বদ্ধ
হয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার,
স্তরে স্তরে সাজানো কথার সমাহার।
এটা কবিতার মতো নয়,
অগোছালো গদ্য, কর্কশ ধ্বনির বিশ্রী সব
দাবীর ফরিয়াদ, মজদুরের কঠিন অন্তর।
আমরা ভীরু, যত কাপুরুষের দল,
সান্ত্বনার বাণী দিয়ে করি বঞ্চিত, আর
সমস্বরে বলি-কবিতা, আহা কি সুন্দর!!