গতর খেটে পিয়াজ চাষী ফলায় পিয়াজ গোল;
বস্তায় ভরে বাজারে নিয়ে বেচতে না পায় কুল।
ফড়িয়া-দালাল নাক ছিটকায় পিয়াজ কেন মন্দ;
দাম পড়েছে বাজার নরম, পিয়াজের পচা গন্ধ।

ফিরিয়ে নাও নইলে বেচ, দাম পাবেনা বেশী-
দুই টাকা সের নিতে পারি পিয়াজ ছোট দেশী।
আড়তদারের মিষ্টি হাসি ঠোঁটের কোনায় ফোটে;
গড় সিজনের আপদ কালে কোন ফন্দিতে লুটে।

নির্বাচনে জিততে হবে লাগবে টাকার কাঁড়ি;
মজুতদার গোঁফের ফাঁকে হাসে দাঁতের সারি।
'সিন্ডিকেটে বাড়াও দাম, দাও গুদামে তালা;
টাকা দিয়ে জিতবো পদে দিব কয়েক ছালা।'

কৃষক বেচে দুই টাকা সের সিন্ডিকেটে দু'শো
প্রসাশন ঘুমের ঘোরে শুধুই আঙ্গুল চুষো।
পিয়াজ ছাড়া তরকারীর, দিচ্ছ নতুন ফর্মূলা-
রাজ-মন্ত্রীর ফতুয়া পিয়াজের বদলে খাও মূলা।


কবিতাটি চলতি ট্রেনে বসে মোবাইলে লিখেছি এবং আপলোড দিয়েছি, তাই বানানের ভূল মার্জনীয়।