পদ্মা নদীর জল ছোঁয়া বায়ু আনিলো শ্রান্তি মনেতে
টি-বাঁধে আছড়ে পড়া নাচুনি ঢেউয়ের ছলাত তালে;
হারিয়ে যাওয়া অগোছালো স্মৃতি যোজনের ক্ষণেতে
একটু সময় যাক-না, হৃদয়ের অনুরঞ্জন কালে।
সময়ের গাড়িতে সুহৃদ ছাড়িয়ে আজ কিছু দূরে-
বিরহ বিধুর ক্ষতমনের জ্বালাগুলো যাই যেন ভুলে;
পদ্মা-বালার উন্মত্ত আঁচলে সুবাসিত জমিন জুড়ে
শুঁকে-শুঁকে বিভোর আজি সারি-সারি কাশফুলে।
পেয়ারায় কাসুন্দি মাখা ঝালে বা তেঁতুল আচার-
ভাবনার ফাঁকে মসলার ভরাট শক্ত আঁটুনির মতো;
ষোলকলায় পূর্ণ করিলো তৃপ্তিতে ভরা পদ্মার পার
যেন বার-বার ফিরে আসি তীরে, দিন যায় যতো।