অভিমানী নতুন বউ
ঘোমটা টানা আষাঢ়;
মানভাঙা বরের ঘরে
কাজ নাইরে চাষার।
এত অহং-দেমাক তার
রুক্ষ মনের প্রণয়;
ঝরাবে কে অঝর ধারা
মানবে নিজে অনয়।
আষাঢ় এলো বৃষ্টিহীনা
চাষার বাড়ি খাঁ-খাঁ-
ভাসা জলে ডুব সাতারে
হয়না গায়ে মাখা।
ভ্যাপসা তাপে গা’যে পুড়ে
দম মেরেছে বাতাস;
প্রকৃতিটা কেমন হলো
চলছে আগুন ত্রাস।
নদী মরা, কৃষক মরা
মরা খাল আর বিল;
বেঙের বিয়ে হয়না আর
মরা আকাশের দিল।
কদম ফুলের পাঁপড়িতে
মেঘ সাজেনা রাশি;
রাখালিয়া গাছের ডালে
বাজায়না আর বাঁশি।