নরকের আঁশ-পোড়া গন্ধে ভরেছে বাতাস
প্রশ্বাসে উগরে যায় ন্যায়ত দাবী;
সুপেয় বলিতে কিছুই আর অবশিষ্ট নেই
জারণ পাত্রের তলানিতে খাই খাবি।
চালুনির ছিদ্র বন্ধ হয়েছে বদ-শ্যাওলাতে
উপচে পড়া কীট মুক্ত জলে ভাসে;
ওরে ন্যায়পাল, কোথায় তোমার বাহাদুরি?
পরিশোধিত জলেতে পোক হাসে।
ট্যানারির বর্জ্য নিঃসৃত গন্ধ সয়ে গেছে
ঘুণাক্ষরেও মনেতে নেই খেদ;
নরকে এখন স্বর্গের সুবাতাস বইছে
তাই, বুঝি না স্বর্গ-নরকের ভেদাভেদ।