নিসফে শাবান রহমতের রজনীতে তুলেছি দু’হাত প্রভু;
অবাধ্য-পাপী বান্দারে মহিমা হতে বঞ্চিত করোনা কভু।
নামাজ পড়েছি জিকির তুলেছি কোরান পড়েছি এ-রাতে;
অশ্রু ভরে দু’হাত তুলেছি ত্রাণ হতে বঞ্চিত না হই যাতে।
দাও হে প্রভু ক্ষমা করে, এসেছ কাছে পৃথিবীর আসমানে;
তুমিই বলেছ, ‘কে আছো বান্দা? চেয়ে নাও যা চায় প্রাণে’।
ক্ষমা করে দাও, অতীত পাপ, ছোট বড় যা আছে গুনাহ;
অভাব-অসুখ-দোজখ-ফিতনা হতে তুমি দাও মোরে পানাহ।
রিজিক-হায়াত-জান্নাতের ফয়সালা করে দাও আমায় সেরা;
বেহেস্ত দাও পিতা-মাতা-মুরুব্বী পরলোকে চলে গেছে যারা।