নিন্দুকের ছুড়া বাণে অশ্লীল মুছে
অন্তরে দ্বেষ ভরে কাতরতা গুছে।
পাতানো নিন্দায় ঘষে-মেজে সাফ
পরদ্বেষ দূর হয়ে আসে ইনসাফ।
সহিবার যত পার নিন্দার কাঁটা
কাজীর কাজেতে কভু আসেনা ভাটা।
ভাবনায় ভেবে নাও দেবতার বর
শোধনের স্রাবণে খাঁটি অন্তর।
আছে বলে নাই যার সে করে ঘৃণা
অধীর মননে বাজে হিংসার বীণা।
অসুরেও সুর তুলে স্বর্গের ত্রুটি
আপনি চালায় যত চালের গুটি।
ভ্রমহীন না হয়ে নিন্দার দোষে
নিন্দুকের নিন্দায় উঠিলে ফোঁসে;
ভেবে নাও হেরেছ আপন কাজে
অহং বোধ বেধেছে হৃদয় মাঝে।
নিন্দুকের নিন্দায় করিলে শোধন
অক্ষমে ক্ষমতার বাড়ে-গো বোধন।
নিন্দুকের নিন্দারে দিয়ে সম্মান
অধমেরা হয়েছে পৃথিবীর মহান।