নতুন দিনে, নতুন ক্লাসে
পেলাম নতুন বই
নতুন স্যারের দেখা পেলাম
পেলাম নতুন সই!
নতুন যত আছে নতুন
মনের নতুন চাই
পুরনো সব ভুলে গিয়ে
নতুনের গান গাই!
নতুন বইয়ের নতুন গন্ধে
নেশা নেশা লাগে
ঝটপট পাতা উল্টাই
কোনটা যে কার আগে!
বাংলা আমার মাতৃভাষা
বাংলা গেল কই?
গদ্য-পদ্য, গল্প-ছড়া
কোনটা আগে লই?
বই গুলো সব যেমন প্রিয়
আরও প্রিয় সখা
একে একে সবার সাথে
হেসে করি দেখা!
নিত্য যারা পড়ার সাথী
হেসে খেলে চলি
সুখ-দুঃখ, আনন্দ-ব্যথা
মন খুলে বলি!
বইয়ের সাথে সই পেলাম
আরও নতুন স্যার
প্রথম ক্লাসে নতুন দেখি
কি চমক তার!
হেসে হেসে পাশে এসে
জিগায় আমি কে?
বাবা-মা কি করেন?
বাড়ী কত দুর সে?
নতুন স্যার, নতুন বই
নতুন সখা নিয়ে
নতুন দিনের আশায় থাকি
পড়াশুনা দিয়ে-
বই পড়ে বড় হবো, আর
বড় হবে মন
দেশের মুখ উজ্জ্বল করবো
এ আমার পণ!