কর-গো করুণা আমায়
ও-গো বিশ্ব-দয়াময়
তোমার দয়ার হয়েছি কাঙাল;
মনকে কেমনে বুঝাই
অবুঝ পাগলা হৃদয়
কোন পথে পাবো তোমার নাগাল?
আল্লাহ-খোদা ব্রহ্ম-ইশ্বর
কে মালিক এ বিশ্ব’র
তারে নিয়ে করবো না-গো বাহাস;
সবার মাঝে তোমায় খোঁজি
ও-গো বিশ্ব অধিশ্বর
সু-পথের দেও আমায় আভাস।
তুমি মহান সৃষ্টি কর্তা,
তোমার ইচ্ছায় হয় সব
তবু-যে নানা মতের ভিন্ন পথ;
বুঝিনা আমি বুঝাও মোরে-
রও কেন-গো নিরব
পূরণ কর অবোধের মনোরথ।