মনের শিশুরে লালন করি অবচেতনে
রয়েছে সেই আগের মতো;
বয়স বেড়েছে দিনে, সময়ের আবর্তনে
মন-শিশু বেড়েছে কি ততো?
দেহ বুড়িয়ে জ্ঞানের পূর্ণতায় ভর-ভর
মনের শিশু সে অমলিন;
রিপুর তাড়না সদা চাহে সারা দিবাকর
যেমন কাটে শিশুকালীন।
ফিরে চেয়ে দেখি ত্বকের ভাঁজে বিদ্রোহী-হাসি
চলেছে হাসিয়া কুটি-কুটি;
যতনে বাঁধা শিরে সাজানো শুভ্র-কেশরাশি
করিছে ব্যঙ্গ ছুটিছে টুটি।
শ্রান্ত-ক্লান্ত মনে অবসরে পাশে এসে বসে
মধ্যবয়সী ডাকিলে চাচা;
মন-শিশুরে যতন করে ধরি যত কষে
পারে কি মন থাকিতে কাঁচা?