মিছে কেন কর রাগ? বিষে ভরা কাল-নাগ;
ফণা তুলে কর শুধু ফোঁস-ফোঁস।
যা ছিলাম আছি তাই, মারিলে কি হবে ভাই;
এযে মোর নিয়তির সবই দোষ।
মিছেমিছি কর রাগ, কচি দিলে দিলে দাগ;
জীবনের অমূল্য দিন গুলি করে পার।
জীবন সেতো একটাই, মরে গেলে কিছু নাই;
বৃথা রাগে ঠকে গেলে দোষ কার?
তার চেয়ে শোন ভাই, মিতালির গান গাই;
বাকী সব দিনগুলি হয়ে যাই আপন।
রাগে ভাঙে মন-বাড়ি, পর হয় জন-নারী;
রাগি আর হবোনা এই যদি করি পণ।
সুখী-সুখী মনে হবে, স্বর্গ-সুখ এই ভবে;
ধরা হবে ফুলে-ফলে ভরা বাগ।
বেশী সুখে হয় রোগ, লাগে নাতো সুখ-সুখ;
তবু সেই সুখেতে ঢেলে দেই অনুরাগ।