মুক্তা-জ্বলা দাঁতের ফাঁকে
বিষের থলি লুকিয়ে;
হেসে হেসে বলছো কথা
ডাগর চোখ উচিয়ে।
ভান ধরেছো প্রেমিক সেজে
আঁতে দিবে ঘা;
আর জনমের প্রতিশোধে
দিবে আমায় দাগা।
আগুন পোড়া কলিজায়
কয়লা ছাড়া আরকি;
পুড়িয়ে তারে ছাই বানাও
তুমি বড়ই মেকি।
লাউয়ের ডগা ঝুলন দেখে
চমকে ভাবি সাপ;
ভাল-মানুষী আপন ভাবতে
মনে লাগে তাপ।
ভাঙা কূলের মাঝিরে
চতুরমুখী তার কিনার;
এক পার ভাঙে যদি
অন্য পার হয় তিনার।