মানুষের মানবিকতায়
পাশবিকতার বিচরণ;
মানুষগুলো পশু হয়ে
করে পশুর আচরণ!
একটুকরা রুটির জন্য
মানব শিশু কাঁদে;
পশুপাখি মুক্ত থাকে
মানুষ আটকা ফাঁদে।
রুটি চুরির দায়ে শিশুর
মাথার চুল কাটে;
অনাহারী হাত পাতলে
কপাটের খিল আঁটে।
কুকুর-বিড়াল-হাতি-ঘোড়া
থাকে আড়ম্বরে;
সৃষ্টির সেরা মানব জীবন
কাটে ভাঙা-ঘরে।
সেবা পেতে নিঃস্ব-বৃদ্ধ
ফুটপাতে ঘুমায়;
বন্য-পশু ডুবে মরলে
তদন্ত-দল পাঠায়।
মানুষের জন্য মানুষ
মানুষেরে কর সেবা;
মানুষ বাঁচলে তবেই
বাড়বে সৃষ্টির শোভা।