পূত-হাসিতে বাণ মারে
বিঁধে অরি বুকে;
ঈর্ষায় বাঁকালো ঠোট
অবজ্ঞা ভরা শোকে।
অরির কুচক্রী মন
সদা চায় পর বিনাশ;
শকুনি বাসনায় কি ফলে
গোকুলে সর্বনাশ।
পেয়ালায় ঢেলে বিষ
কামনায় দুর্জন হাসে;
পরম বন্ধু সেজে সে
নিদানে রয় না পাশে।
যে জনা চায় সদা
অন্যের সুখ-ভোগ হারি;
আপনার পাতা ফাঁদে
আপনি সুখ নেয় কাড়ি।