কিছু কথা কিছু স্মৃতি রয়ে যায় অন্তরে আজীবন
বলতে চেয়েও বলতে পারিনা, বলা যায়না তখন।
কথার কথা বলতে যেয়েও বলা আর হলো কই
আশাহত কথা গুমরে-গুমরে হৃদয়ে গেঁথে বই।
কত যে কথা হারিয়ে গেছে হাজার কথার ভিড়ে
ভুলা মন কবু হারানো সে কথা পেয়েছে কি ফিরে?
লক্ষ কথার মালা খসে গেলেও একটি কথাই জ্বলে
ভুলতে চেয়েও ভুলা যায়না তা মনে পড়ে কথাচ্ছলে।
যদি-গো তবু অব্যক্ত রয় বলার সুযোগ না আসে
নিদানকালের উন্মন মন প্রকাশ করিবে তা ত্রাসে।