হাজার রাতির সেরা
রহমতে ঘেরা
কদরের রাত;
তকদির মোর প্রসন্ন কর,
পেতেছি তাই হাত।
হে দয়াবান-
রহিম-রহমান
মহাবিশ্বের প্রভু;
তোমার রহমত হতে
বঞ্চিত করোনা কভু।
জীবন বিধান
আল কুরআন
এরাতে করেছো নাজিল;
পথভ্রষ্ট পাপী বান্দার
স্বচ্ছ করিতে দিল।
ফেরেশতা-রুহ
খুশিতে মুহু
ফিরে যায় দরবারে;
এই মিনতি করি প্রভু
তুমি দয়া কর আমারে।