অসময়ে কবিতার শব্দেরা করেছে মেঘ
সময়ে খরা, শব্দের সিঞ্চন কাব্য-তলে।
কখনো কালবৈশাখী ঝড়, আষাঢ়ে মেঘ
কখনো শরতের আকাশে খেলা চলে।।
কাব্যে যখন কবির মেধায় শব্দ সিঞ্চন করে
রোপিত বাগে থরে-থরে সাজে অপূর্ব মনোহর।
আষাঢ়ে বর্ষিত শব্দের বহর ছন্দে-ছন্দে ঝরে
প্রকৃতির নিয়মে কাব্য-বনে বাঁধে প্রীতিবাসর।
পদ্য সারিতে শব্দেরা গাঁথে শ্লোক, হয়ে উপবন
ছন্দে-আনন্দে বন-বনানী সাজে সুরেলা-অপরূপ।
কবির সাজানো ধরায় ফুলে-ফলে ভরায় মন;
কবিত্বের বাহবা সর্বত্র ছড়ায়ে বিকায় স্বরূপ।
বিরূপ আকাশে শব্দেরা দ্যুলোকে পালায়
বিচ্ছিন্ন পথহারা ধ্বনি উদ্ভ্রান্ত ছুটে চলে।
নৈঃশব্দ্য কবি খুঁজে শব্দকোষ বিনা-বর্ষায়।
ছন্দ-তালহীন কাব্য গড়ে রুক্ষ মরুচ্ছলে।