কাব্যতে কি হিংসা ছড়ায়
কবিবন্ধু দাস;
ধর্ম-বর্ণ আড়াই-বড়াই
তার কি করি চাষ?
শুয়োর খাকনা কচু-ঘেচু
সেটাই তার কর্ম;
মিছে-মিছি গায়ে মাখাই
খাটো করি ধর্ম।
পদ্য দিয়ে ছন্দ উঠুক
হিংসা-বিদ্বেষ নয়;
মানব ধর্মই সবার সেরা
হোক তারই জয়।
কে হিন্দু কে মুসলিম
কে সাদা-কালা;
কিছু লোকের কর্মই তা
বাড়ায় শুধু জ্বালা।
সৌম্য-লিটন মালু বলে
যে দিয়েছে গালি;
জাতি ভাই বলে আবার
কেও দিল তালি।
মৌলবাদী এরাই হবে
শুধু মুসলিম নয়;
হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্ট তারও
কট্টরবাদী হয়।
বিশ্বময় নানা জাতের
নানা মতামত;
কবিরাতো সব মতের
মিলাবে এক পথ।
বিশ্বকাপ ক্রিকেট খেলা নিয়ে সমকালীন কবিতা #কোটা নিয়ে কবিবন্ধু মৃণাল কান্তি দাস এর লেখায় মিন্তব্যের আলোকে এই কবিতাটি রচিত হয়।
প্রায় এক বছর পর পাতায় এলাম।