খোকন সোনার বায়না
রোজা রাখবে কাল;
পেট ভরে সেহরি খাবে
তাই নিয়েছে থাল।
আব্বা-আম্মা খাচ্ছে যেমন
তাকেও তত দাও;
গোস্ত-ভাজি-ডালের সাথে
মাছের মুড়ো তাও।
দাদার চোখ ছানা-বড়া
তা’কি কখন হয়?
রোজা রাখবে ছোট্ট খোকা
করছে তার ভয়।
জ্যৈষ্ঠ মাসের খরতাপে
রোজা রাখা কঠিন;
খোকা তবু হাল ছাড়ে না
পার করবে দিন।
বেলা বেড়ে দুপুর হল
যায়-রে সূর্য হেলে;
দাদা-দাদী প্রমাদ গুনে
কেমন শক্ত ছেলে?
রোজা আজ থাকবেই সে
দোয়া সবাই কর;
মুমিন হয়ে নেক পথে
সে হয় যেন বড়।
প্রভু তুমি কবুল করে
নাও খোকার তরে;
নামাজ-রোজা পড়ে যেন
তোমায় খুশি করে।