আমিতো এখন কবিতা লিখিনা,
আমি এখন তেল বেচি;
ছলনার পদ্য রচি।
কথার ফুলঝুরিতে খই ফুটাই-
কুৎসা রটাই;
দিন তো ভালই যাচ্ছে,
রাধিকাও দুলিয়ে নাচছে।
ওসব লেখা-লেখি বেকারের কাজ,
অলস মস্তিষ্কের বহুরূপী সাজ।
যেমন, ‘‘ঢুলি যখন ঢোল না পায়,
বসে-বসে পেট বাজায়।’’
(দীর্ঘদিন পাতায় না আসতে পেরে নিজের অপারগতার খেদোক্তি)