কেউ খেতে চায় না, কেউ খেতে পায় না;
কেউ থাকতে খায় না, কেউ না থাকতে খায়।
কেউ পায় কষ্ট, কেউ যা পায় তাতেই তুষ্ট;
কেউ তারও বেশী না-পেয়ে করে হায়-হায়।
এইতো দুনিয়া বৈচিত্র্যময়;
মানুষে-মানুষে পার্থক্য হয়।
কেউ কাঁচা খায়, কেউ পাকা খায়;
কেউ সোজা খায়, কেউ বাঁকা খায়।
কেউ ধাঁধা খায়, কেউ রাঁধা খায়;
কেউ সাদা খায়, কেউ চাঁদা খায়।
এমনি কত হায় আছে যে খায়-খায়;
খাওয়ার শেষ নাই,
মানুষের সবুর নাই।
আসলে ভাই, যার যত আছে সে তত চায়।