কি আজব দেশ,
সৎ মানুষের ধরতে হয় পাগলের বেশ;
বুঝলে দোষ,
না বুঝলে খুব ভাল মানুষ।
কারে বলিব আপন, আপন নহে আপন
আপন হইবে যে, সে আমার অনন্ত মন!
যাহার জন্য করি চুরি সেই বলে চোর
আপন না হয়ে শত্রু ভেবে করে দূর-দূর!
আপন স্বার্থ বিকিয়ে তারে দিয়েছি সব
তবু তার মন ভরে না, বলে বেয়াদব !