জ্ঞানহীন অধম আমি ওগো সর্ব জ্ঞানী;
দয়া করে যা জানাও ততোটুকুই জানি।
পারিনা লিখিতে, না আসে কাব্য-ভাব;
বোধে তে জাগে না, সার-শূন্য কিতাব।
লিখিতে চাই যত তোমার গুণগান;
জ্ঞানের অভাবে হই তত নাফরমান।
জল বিন্দু খোঁজে পায় না সিন্ধুর তল;
নির্বোধ খুঁজি বিজ্ঞতা নিজের স্থল।
প্রাজ্ঞ-দর্পে উপমায় স্রষ্টার অংশীদার;
অলঙ্করণে শিরক আসিলে কবিতার-
ক্ষমা কর, ক্ষমা কর হে-প্রভু আমার।