ওরে মুখরা! ওরে শুন তোরা-
কর প্রতিবাদ, বলে বলুক লোকে-‘বেয়াড়া’
প্রতিবাদীর ভাষা অশ্রাব্য-নোংরা, আর নয় বেচারা;
প্রতিবাদে কেঁপে উঠো মজদুর, ফোকরা, আর দিসনা বখরা।
ওরে সজীব! ওরে সবুজ-
কর প্রতিবাদ, বলে বলুক লোকে-‘তুই অবুঝ’
ন্যায়ে অটল, অন্যায় খোঁজ, টুঁটি চেপে ধর রোজ;
তোর ক্ষীপ্রতায় লজ্জা পাবে সিপাহী বিদ্রোহে ব্যবহৃত কার্তুজ।
ওরে সরল! ওরে শুন বোকা-
কর প্রতিবাদ, বলে বলুক লোকে ‘দুষ্ট-খোকা’
সরলতার সুযোগে দেয় ধোঁকা, সজাগ হও, হও চোখা;
তোর তির্যকতায় ভয়ে কাঁপুক ফন্দিবাজ, নর্দমার কীট-পোকা।
ওরে তরুণ! ওরে কথা শোন-
কর প্রতিবাদ, বলে বলুক লোকে ‘তুই আগুন’
অগ্নিতাপে জ্বালিয়ে দাও, জ্বলুক, জ্বলে হও কলি চুন;
অসহনীয় জ্বালায় অস্থির হবে সমাজের রন্ধ্রে-রন্ধ্রে ধরা ঘুণ।