চাকা ছাড়া পাখা ছাড়া মনের গাড়িতে;
নিমেষের পর্যটক ভাবনার বাড়িতে।
চোখ রেখে বন্ধ-
যদি সাজে অন্ধ;
তবুও কি পারা যায় কল্পনা ছাড়িতে?
লক্ষ-হীন ভাবনা ভাবে যে আনমনা;
সময়ের গাড়ীতে করে সে আনাগোনা।
থামে না বাড়িতে
অসীম পাড়িতে;
ব্রাহ্মণের প্রসাদে মূল্যহীন অর্চনা।
স্মৃতি গড়া ভবনে বসতির ভ্রমান্ধ;
হৃদয়ের বন্ধনে ভেঙে যায় সম্বন্ধ।
গুরুতে বন্দনা
হয় না সাধনা;
কল্পিত কল্পনায় পচে বাড়ে দুর্গন্ধ।