একটা তীব্র কাব্য-জটে আটকে আছে আমার লেখনী
কার আগে কে নিব বেয়ে ঝরে এই নিয়ে চাপাচাপি;
সব মিলিয়ে বড় তালগোল পাকিয়ে ফেলেছি কাহিনী।
রাজনৈতিক সামাজিক নাকি প্রাকৃতিক
কার কথা না বলে যাব কোন দিক?
চরম অস্থিরতায় প্রতিনিয়ত করি দাপাদাপি।
হচ্ছেটা কি? কিইবা বলবো কারে খুলি?
মতের বিরুদ্ধে কিছু হলেই চালায় গুলি;
মমতা-ভালবাসা-সামাজিক বন্ধন বিলুপ্তপ্রায়
ধর্ষণ-রাহাজানি-গুজবের তোড়ে করি হায়হায়।
প্রকৃতিটাও জানি কেমন, হয়তো ডিজিটাল রূপে
সময়ে-অসময়ে রূপ পাল্টায়, প্রলয় বাদ্য তোপে।
দিবো কারে দোষ, নিত্য জনরোষ ক্রমে-ক্রমে বাড়ে
ধীরতার ক্ষয়, কে আগে রয় কাকে মেরে আদ্য সারে;
জ্ঞানীরে ফেলে অজ্ঞান চলে স্বার্থের সড়কে দলে-দলে
বাহ্ কি সুন্দর! তোষামোদের ঢোল বাজে সুকৌশলে।
সাতরাস্তার মোড়ে লেগেছে জট, কেউ নাহি দেয় ছাড়
কার আগে কি লিখি, লেখনিও তেমনি হয়েছে অসাড়।
নাহ্! কোন ভাবেই কেও দিচ্ছে না ছেড়ে,
সকল কথার তালগোল পাকিয়ে নিবের ডগায় আটকায়;
কারে লব আগে? কার দোষ পড়ে কার ঘাড়ে
অশনি শংকায় লেখনি পড়েছে মহা খটকায়।