ঝরা পাতার আড়ালে চাপা পড়া মনটা যে কাঁদে;
আশা না ফুরাতেই বোঁটাছেড়া পাতার অবসাদে।
পাতাঝরা বসন্তের বিকেলে যখন নিজেরে খুঁজে;
গাদা-গাদা পাতার এক ভাঁজে আছে চোখ বুজে।
নীরস হিমেল বাতাসের ঝাপটায় শুষ্ক পল্লবপুঞ্জে;
নিজেরে কেমনে ধরে রাখিবে অপ্রসন্ন মৃতগুঞ্জে?
অমৌসুমের বারতা লেগেছে নিজেরই পল্লবাধারে
অক্ষম শুকনো বোঁটা-যে, ধরে না-রাখতে পারে।
স্তরে-স্তরে পড়ে তলিয়ে যাবে ঝরাপাতার ভাঁজে,
কেউ নেবেনা খোঁজ অসময়ের ঝরা কারো মাঝে।
ঝরাপাতা ঝরে সুদিনের পরে যবে আসে প্রলয়;
বৈরীবায়ু কেড়েছে আশা যে সবে আছে কিশলয়।