জন্ম হতে হেঁটে চলি মৃত্যুর পানে
যেথায় মিশে যাব ভূ’তে;
সে লক্ষে ধাবিত হই অমোঘ টানে
মহাকালের সময়ের স্রোতে।
গন্তব্য অভিন্ন তবে সময়ের ভেদে
রাস্তা পাড়ি দেই যতক্ষণে;
কেউ সোজা বা বাঁকা অবিচ্ছেদে
চলি দ্রুত উপমার বাহনে।
পীড়িত হয়ে বা দৈবাৎ অপঘাতে
পথ ফুরায় অতি দ্রুত লয়ে;
যাবো তবু রইতে চাই অজুহাতে
দেহ বিচ্ছেদ ব্যথার ভয়ে।
জন্ম যেথা মৃত্যুই শেষ পরিণতি
আবার ভূ’তে মিশে যাওয়া;
এই দেহ প্রবাসে আত্মার সংগতি
বিচ্ছেদে যায়না ফিরে পাওয়া।